ফুলবাড়ী সরকারি কলেজে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ



আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের (প্রথম বর্ষ) ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাইফুদ্দিন এমরান।  সভাপতিত্ব করেন ডিগ্রি (পাস কোর্স) ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর মুহা. আমিনুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষা গ্রহণের এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণাবলি বিকাশে কলেজ প্রশাসন সবসময় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তারা।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন। কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন