ছাত্রদলের উদ্যোগে ‘বেনাপোলে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ​”দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালাটি শার্শা উপজেলা, বেনাপোল পৌর এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বেলা ১২ টার দিকে ৩৩৫ মনসুর ম্যানসন,গাজীপুর সংলগ্ন খোলা মাঠ প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা ছাত্রদল শাখা’র আহবায়ক মো.শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১(শার্শা) আসনে প্রতিদ্বন্ধিতাকারী বিএনপি মনোনিত “ধানের শীষ” মার্কার প্রার্থী মো.নুরুজ্জামান লিটন। এ ছাড়াও অংশ নেন বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-মো.আক্তারুজ্জামান,শার্শা কৃষকদল সভাপতি-আমিরুল ইসলাম সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা’র শুভ সূচনা ঘটানো হয়। কোরআন পাঠ করেন ছাত্রদলের আব্দুর রহমান ও ইমাদুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগষ্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনে গণঅভ্যুত্থানে নিহত ছাত্র শহীদ আব্দুল্লাহ সহ অন্যান্য ছাত্রদের সন্মানে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালণ করা হয়।

ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-শার্শা ছাত্রদল সদস্য সচিব-সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল ডিগ্রি কলেজ শাখা’র ছাত্রদল সভাপতি-মো.আলিফ,সাধারণ সম্পাদক-মো.সিয়াম,সাংগঠনিক সম্পাদক-রাতুল গালিব,বেনাপোল সিনিয়র মাদরাসা’র ছাত্রদল সভাপতি-মাহফুজ,সাধারণ সম্পাদক-মো.জাহিদ,আফিল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা’র ছাত্রদল সভাপতি-শাহীন আক্তার,সাধারণ সম্পাদক-ওয়াসি আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক’-মো.রাকিবুল ইসলাম, এ ছাড়াও ঢাকা এবং যশোর থেকে আগত ছাত্র নেতৃবৃন্দরা হলেন-বিপ্লব,সাদ্দাম হোসেন,মুন্নি ইসলাম, সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ‘দেশ গড়ার পরিকল্পনা’র বার্তাটি ছাত্রদের মাঝে বিশেষ গুরুত্ব পায়।

এমপি পদপ্রার্থী নুরুজ্জামান লিটন নিজের অবস্থান তুলে ধরে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে ছাত্রদের চারিত্রিক গঠন ও মেধাভিত্তিক রাজনীতির চর্চা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন দেশ গড়তে ছাত্রদল মাঠ পর্যায়ে কাজ করে যাবে।

​উক্ত কর্মশালায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে ছাত্রদের বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন