ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত


সুলতান আল এনাম, ঝিনাইদহ
প্রতিনিধি : 
ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদরের ঝিনাইদহ- মাগুরা মহাসড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের ৩ জন আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হসপিটালে  আনলে কর্তব্যরত চিকিৎসক  ডা.ফারজানা ইয়াসমিন মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন

এবং বাকী দুজন ঝিনাইদহ সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে জনান।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান,  দূর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফেজতে নেওয়া হয়েছে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন