সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে হোক’ এ শ্লোগানকে ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের আদর্শপাড়ায় এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ঝিনাইদহ জেলা শাখা। সংগঠনটির সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি জহুরুল ইসলাম টগর, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিদ্যুৎ, পৌর শাখার সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম মিল্টন, মর্নিংবেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর আলম লিটন, প্রেস সম্পাদক ও সবুজ বাংলা টিভির পরিচালক সুলতান আল এনামসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে। তরুণ ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তারা নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
