Daily News BD Online

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন


সুমন গাজী:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশন, বাংলা নিউজ ২৪ ও মানবজমিনের স্থানীয় প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাস স্ট্যান্ডে গাজীপুর ও উপজেলার সংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সাংবাদিক আজিজ রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, মাইটিভির প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম,
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার জয়দেবপুর প্রতিনিধি জসিম উদ্দিন, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, স্বাধীন মতের প্রতিনিধি সুমন গাজী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আরিফ খান, যায়যায়দিন প্রতিনিধি আইয়ুব খান, স্বাধীন বাংলা প্রতিনিধি রোকুনুজ্জামান খান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ওবায়দুল ইসলাম, মুক্ত বলাকা প্রতিনিধি মিলন শেখ, তরুণ কণ্ঠ প্রতিনিধি নজরুল হোসেন, ইনকয়ারি রিপোর্ট প্রতিনিধি বাবুল হোসেন, বঙ্গজননী প্রতিনিধি রতন হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্ৰেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন