Daily News BD Online

বকশিগঞ্জের সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে দেওয়ানগঞ্জে সাংবাদিকদের মৌন মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


ফারুক মিয়া, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ২০ জুন মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলায় সাংবাদিকদের একটি মৌন মশাল মিছিল বের হয়। মিছিলটি দেওয়ানগঞ্জ মডেল থানা সম্মুখ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দেওয়ানগঞ্জ মডেল থানা সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ শুরু হয় সমাবেশে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক মিয়া,সাধারণ সম্পাদক মোস্তাফিজ সালাম সজীব,আমাদের সময় দেওয়ানগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ,সিনিয়র সহসভাপতি সুলতান মোহাম্মদ লিটনের সঞ্চালনায় আর-ও বক্তব্য রাখেন পল্লীর আলো প্রতিনিধি দেলোয়ার হোসেন,দৈনিক ইনক্লাব পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সামছুল হোদা রতন, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কোরবান আলী।

উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সুমন খান,সাংবাদিক আশরাফ হোসেন রাজা সহ সকল ইলেকট্রনিক্স ও প্রিন মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

বক্তারা বক্তব্যে বলেন, ১৪ জুন বুধবার বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর  লোকজন তার ওপর হামলা চালিয়েছেন। মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ওই এলাকার লোকজন জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে আশংকা জনক অবস্থা দেখতে পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।গোলাম রব্বানি নাদিম ১৫ জুন বৃহস্পতিবার  দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি 'বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'–এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন । একই সঙ্গে 'একাত্তর টিভির' বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন