আম কাঁঠালের সিজন
গোলাপ মাহমুদ সৌরভ
আম কাঁঠালের সিজন এলো
শুনেছ দাদু ভাই,
পেয়ারা আরো লিচুর ঘ্রাণে
আকুল করে তাই।
ঝাঁকে ঝাঁকে লিচু ধরেছে
ডালে ডালে আম,
গাছে গাছে কাঁঠাল পেকেছে
কালো কালো জাম।
আমলকী আর জামরুল পাকে
পাকে যে আনারস,
চালতা পাকে জলপাই পাকে
মিষ্টি কামরাঙার রস।
Tags
শিল্প সাহিত্য