হাফেজ নজরুল : মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে কামাল্লা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রিফাত সরকারের বড় ভাই মাসুম সরকার (৪৫) কে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
রবিবার বিকেলে মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে এঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, নিহত মাসুম সরকার ছিলেন ড্রেজার ব্যবসায়ী। তার চাচাতো ভাই জহিরও ড্রেজিং ব্যবসা করতেন। এ ব্যাবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো অনেক আগে থেকে। ব্যবসায়ীক বিরোধ ও পারিবারিক কলহের জেরে তাকে রাস্তায় মটর সাইকেল গতিরোধ করে কুপিয়ে খুন করা হয়েছে। এর আগে শনিবার ২৯ জুলাই ড্রেজারের পাইপ ভাঙেন নিহতের চাচাতো ভাই জহির। তখন নিহত মাসুম তার চাচাতো ভাইদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ঝগড়া সৃষ্টি হয়। পরিস্থিতি খারাপ দেখে নিহতের ছোট ভাই যুবলীগ নেতা মামুন সরকার পুলিশ কল করেন। পুলিশ পরিস্থিতি শান্ত করে চলে আসেন।
কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন সরকার জানান, মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জহির, জামির হোসেন, আমির হোসেন ও টিটু আমার বড় ভাইকে পরিকল্পিত ভাবে রাস্তায় মটর সাইকেল গতিরোধ করে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, পূর্ব শত্রুতার কারণে খুন হয় মাসুম সরকার। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১৪ জুলাই বাঙ্গরা বাজার থানাধীন কুরুন্ডী গ্রামের ব্যবসায়ী জালাল ভুইয়াকে তার দোকানের সামনে কুপিয়ে আহত করে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ব্যবসায়ী জালাল ভুইয়া মারা যান।