Daily News BD Online

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক এর অফিস ও বাড়ি ভাংচুর


নিজস্ব প্রতিবেদক, (নিকলী) কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের অফিস বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাংচুর ও সন্ত্রাসী হামলা চালায়- বাজিতপুর উপজেলা ৯ নং ওর্য়াড সেচ্ছাসেবকলীগের সভাপতি ফাইজুল ইসলামের বাড়িতে ও দোকানে সন্ত্রাসী হামলা চালায়। সরেজমিন স্থানীয় মুরুব্বি ও শফিকের সাথে কথা বলে ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য রফিকুন্নবী সাথী ও উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সাথে কথা বলে অনুসন্ধানী রিপোর্টে বেড়িয়ে আসে বাজিতপুর নিকলী এমপি আফজাল হোসেন ও তার ছোট ভাই পৌরসভার মেয়র আনোয়ার আশরাফের অনুসারীরা এই হামলা চালায়। বাজিতপুর নিকলীর এমপি পদপ্রার্থী বাবু সুব্রত পালের জনপ্রিয়তায় ঈষানির্ত্ব হয়ে এই হামলা চালায়।বাবু সুব্রত ও পাল ও তার অনুসারীরা মাঠেঘাটে গনসংযোগ প্রচারনায় বিপুল সংখ্যাক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এই নেতাকর্মীদের মামলা হামলা দমিয়ে রাখতে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী ও বিএনপি জামাতের পরিবারের সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালানো হয়।হামলায় সন্ত্রাসী চক্রের ৫০ থেকে ৬০ জন ছিলো যাদের বিরুদ্ধে মাদক ও নারী কেলেনকারী ও জুয়া ও রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগ আছে-বাবুল-৩০ (দিলালপুর)সাগর-৩১ (নান্দিনা)মনু ২৮ (পৈলানপুর)ইমন ২৭(নান্দিনা)প্রমি ২৪(ভাগলপুর)সাকিব২৭(তাতালচর)শরিফ৩০(আলিয়াবাখোকন৩২( পৈলানপুর)মিঠু৩০ (নান্দিনা)দিনু৩২ (চন্দ্রগ্রাম)
জাবেদ৩০(পৈলানপুর)অজ্ঞাতনামা আরো অনেকেই।
এই বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিক বলেন হামলা মামলা ভয় দেখিয়ে লাভ নেই এই সন্ত্রাসীদের বাজিতপুরের মানুষ ঘৃনা করে আমি বিশ্বাস করি সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের প্রতিহত করবে।
সেচ্ছাসেবক লীগের সভাপতি ফাইজুলের স্ত্রী ও আহত হোন সন্ত্রাসীদের হামলায়।
দোকান ও গ্যারেজের লক্ষাধিক টাকার মালামাল হামলা চালিয়ে চুরি করে নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন