মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ নিকলীতে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করা হয়েছে।
সোমবার (৭ই আগস্ট) ২০২৩ সকাল ১১ টায় নিকলী উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন আয়োজনে,প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভীন বক্তব্য বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট ২০২৩ ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে নির্মিতব্য একক গৃহ উদ্বোধন করবেন। যার মধ্যে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে নিকলী সদর ও বিভিন্ন ইউনিয়নসহ ২০টি পরিবারের মাঝে গৃহ প্রদান করবেন। উল্লেখ যে, উপকারভোগীর অনুকূলে ইতিমধ্যে কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। সেই বিষয়টি সাংবাদিকদের অবগত করেন তিনি। একজন ভূমিহীন ও অসহায় পরিবারের মাথা গুজার ঠাই হিসেবে ও আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করছেন।
প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্দেশ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করার জন্যে ইউএনও সাংবাদিকদের আহবান জানান। নিকলী উপজেলায় চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারের জন্যে গৃহ নির্মাণ করেন। নির্মাণ কাজে শতভাগ উন্নত মানের উপকরণ ব্যবহার করে আধুনিক ও দর্শনীয় গৃহ নির্মাণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নন্দিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন। আধুনিক ও উন্নত মানের গৃহ নির্মাণ কাজের সময় তাকে সার্বিক সহযোগীতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতলতা বর্মন। উপজেলা এলজিইডি প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।
উক্ত প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন নিকলী উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, সাংবাদিক শেখ উবায়দুল হক সম্রাট, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক জয়দেব আচার্য, সাংবাদিক মোঃ সৈয়দ হোসেন, সাংবাদিক হিমেল আহম্মেদ সাংবাদিক মোঃ হাবিব মিয়া প্রমুখ।
Tags
বাংলাদেশ