Daily News BD Online

ভোলার উদ্দেশ্যে ঢাকা থেকে যেদিন আমি লঞ্চে উঠেছি সেদিন থেকেভেবে নিয়েছি আমি ভোলার বাসি : জেলা প্রশাসক আরিফুজ্জামান


মিজানুর রহমান-ভোলা প্রতিনিধিঃ

ভোলার উদ্দেশ্যে ঢাকা থেকে যেদিন আমি লঞ্চে উঠেছি সেদিন থেকে ভেবে নিয়েছি আমি ভোলার বাসি। আমি একজন শিক্ষকের সন্তান, শিক্ষকদের মর্যাদা আমি বুঝি। তারা মানুষ গড়ার কারিগর, তারা শিক্ষার্থীদের যা শিক্ষা দিবেন তারা তাই শিখবেন। আজকের শিক্ষার্থীরা ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন করবে। তারা হবে রাজনীতিবিধ, এমপি, মন্ত্রী। তারা পরিচালনা করবে দেশ। চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা সরকারী লোক। তারা সরকারের সকল পরিকল্পনা তীর্নমুল থেকে বাস্তবায়ন করতে হবে। ওইখান থেকে শুরু করে সব র্দূযোগ নিমূল করতে সহায়তা করবে।
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষকেরা স্কুল থেকে যে শিক্ষা দিবেন তারা বাড়িতে গিয়ে তাদের মা-বাবাকে তাই বলবে,  তারা তাই করবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের আঙ্গীনা, বাড়ির আশাপাশ ও জমানো পানি পরিস্কারের প্রশিক্ষন দিলে তারা তাই করতে শিখবে। তিনি বলেন, চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা তৃর্নমুল থেকে বাড়ি, আঙ্গীনা, পুকুর-ডোবা পরিস্কার পরিচ্ছন্ন রাখলে সব মহামারী প্রতিরোধ করা সম্ভব। আমি এখন ভোলা বাসি, আমার দরজা সবার জন্য সব সময় খোলা। সবাই সবসময় যে কোন বিষয়ে আমার সাথে যোগা যোগ করবেন, প্রয়োজনে ফোনের মাধ্যমে জানবেন এবং জানাবেন।
গতকাল সোমবার ( ১৪ আগষ্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে, বিষেশ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া, চেয়ারম্যান লিয়াকত আলী মুনসুর প্রমুখ। এসময় সদর উপজেলার সকল চেয়ারম্যান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন