গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৮আগষ্ট) সকাল ৯টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে দোয়া এবং সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতালে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব ও বঙ্গবন্ধু’সহ ১৫ই আগষ্ট সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য শেখ তোজাম্মেল হক টুটুল, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিক্ষা সম্পাদক লতিফা জামাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, ধর্ম বিষয়ক সম্পাদক রাজিউদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সদস্য রেশমা আক্তার হাসি ও উপ-প্রচার সম্পাদক চৌধুরী আশিকুর রহমান শিমুল’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ