নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
আগমাী কাল প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নাগরপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় ও প্রেফ ব্রিফিং’র আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান, কৃষি অফিসার ইমরান হোসাইন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, নাগরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক এরশাদ মিয়াসহ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Tags
বাংলাদেশ