Daily News BD Online

রওশন এরশাদ ছাড়ায় জাপার সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি!


 নিজস্ব প্রতিবেদক :

 
সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে ছাড়ায়
জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ সোমবার দুপুরে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। তবে এ কমিটির ব্যাপারে জানেন না সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। রওশন এরশাদকে না জানিয়ে নিজের পছন্দের নেতাদের দিয়ে এ কমিটি অনুমোদন করেন গোলাম মসিহ।
 
জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, সিলেট জেলা ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বিষয়ে আমি কিছুই জানি না। কমিটি গঠনের আগে ও পরে আমার সাথে কেউ কথা বলেনি। গোলাম মসীহসহ দলের কোন নেতা তাকে এখনো কিছু জানায়নি বলে জানান তিনি। দলের কেউ কেউ বলছেন, যেহেতু বেগম রওশন এরশাদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সেহেতু তাকে না জানিয়ে কমিটি অনুমোদন গঠনতন্ত্রের পরিস্কার লংঘন।
 
রওশন এরশাদ মুখপাত্র কাজী মামুনূর রশীদকে ফোন দেয়া হলে তিনি কল রিসিভ করেননি। এদিকে, সিলেট জেলা আহ্বায়ক কমিটি নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে জেলা কমিটিও দেয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।
 
গতকাল সোমবার দুপুরে ৫১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ। এতে আহ্বায়ক করা হয়েছে মাহবুবুর রহমান চৌধুরীকে। আর সদস্য সচিব করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিমকে।
 
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহকে কয়েকবার মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন