Daily News BD Online

আশুলিয়ায় আওয়ামীলীগ নেতা রনির নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা

 


শাহাদাত হোসেন মানিক 

আশুলিয়ার ঠাকুর পাড়া এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে আশুলিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রনির  হাত ধরে চলছে অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা। 

খোঁজ নিয়ে জানা যায়, রনি মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে গ্যাসনাইন সংযোগ দেয়। প্রতিটি সংযোগের জন্য ৮০-৯০ হাজার টাকা নেয় বলে জানা গেছে।

সরেজমিন, গাসলাইন এখনো চলমান রয়েছে - অবৈধ গ্যাস সংযোগ থেকে প্রতি মাসে গ্যাস বিল আদার  করে রনি।

এলাকা বাসির ভাস্যমতে, আশুলিয়ায় প্রায় প্রতিটি বাড়ীতেই অবৈধ গ্যাস লাইন সংযোগ আছে বলে জানান। প্রতিটি চুলা বাবদ একটা হাজার  টাকা ভারাটিয়াদের কাছ থেকে টাকা আদায় করে বলে জানায়। রনির হাত ধরে এখন আনুমানিক তিন শত চুলা চলমান। এবলার তার নিজের বাসার লাইনটিও অবৈধ। 

অন্যদিকে, অবৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ না করলে সেই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ।


সম্প্রতি, গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উদ্যোগে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়ির মালিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজন করে তিতাস।


তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় রান্নার চুলায় গ্যাসের প্রেসার কমে গেছে। তাই অবৈধ সংযোগ প্রদানকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। এদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করা হবে।


তিতাস অফিসের কোন কর্মকর্তা, কর্মচারী বা ঠিকাদার অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকলে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন