গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সাহায্যের হাত ফাউন্ডেশনের উদ্যোগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বৌবাজার এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাহায্যের হাত ফাউন্ডেশনের সভাপতি বি এম সোহেল রানা আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার সহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য গিয়াস উদ্দিন সরকার বলেন, সাহায্যের হাত ফাউন্ডেশন দুঃস্থ অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠন যাত্রা শুরু করেছিল তা থেকে তারা এক চুলও পিছু হটেনি। সেজন্য সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আর্ত মানবতার সেবা করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে ভূমিকা রাখবে। এই সংগঠনের সকলের প্রতি নির্দেশক্রমে অনুরোধ কোন মাদক কারবার বা মাদক সেবী যেন এই সংগঠনের সাথে জড়িত হতে না পারে। মাদক মুক্ত সমাজ গড়তে এই সংগঠনের সকল কর্মকান্ডের সাথে জনগণের একজন খাদেম হিসেবে আমি সব সময় পাশে থাকবো।
সাহায্যের হাত ফাউন্ডেশন এর সভাপতি বিএম সোহেল রানা আরিফ বলেন, করোনা কালীন সময় থেকে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যে পাঁচশোরও বেশি সদস্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের এই সংগঠন নিজস্ব অর্থায়নে করোনা কারন সময় থেকে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে আমাদের এ কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।