আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (স্বার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
উপজেলা পরিষদ মিলনায়তনে এমএসএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা
অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজেনে
অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। কর্মশালায় ইউনিয়ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ
বিষয়ে তথ্যাদী উপস্থাপনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার সহকারি
পরিচালক (এমসিএইচ) ড: শরীফ ওয়াসিমা পারভীন।
স্বাগত
বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি
ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও পরিবার
পরিকল্পনা বিভাগ নওগাঁর উপ-পরিচালক আনোয়ারুল আজিম।
উপজেলা
প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌফিক রেজা, সহকারি
পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসাল্টেন্ট নওগাঁর ডা: কামরুল হাসান, উপজেলা
ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ নিতপুর
স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক।
অন্যান্যের
মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নওগাঁর মেডিকেল অফিসার ডা: সালমা আক্তার,
মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান
মাহমুদ, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম সহ সাংবাদিক,
স্বাস্থ্যসহকারি এবং স্বাস্থ্যকর্মীগণ এতে অংশ গ্রহণ করেন।
Tags
বাংলাদেশ