Daily News BD Online

পোরশায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

 


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (স্বার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এমএসএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজেনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ে তথ্যাদী উপস্থাপনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার সহকারি পরিচালক (এমসিএইচ) ড: শরীফ ওয়াসিমা পারভীন। 


স্বাগত বক্তব্য  রাখেন মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও পরিবার পরিকল্পনা বিভাগ নওগাঁর উপ-পরিচালক আনোয়ারুল আজিম।


উপজেলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌফিক রেজা, সহকারি পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসাল্টেন্ট নওগাঁর ডা: কামরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক।


 অন্যান্যের মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নওগাঁর মেডিকেল অফিসার ডা: সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম সহ সাংবাদিক, স্বাস্থ্যসহকারি এবং স্বাস্থ্যকর্মীগণ এতে অংশ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন