বিজয় দিবসে প্রোপার্টিজ অ্যান্ড ডেভলপমেন্ট জেনারেশনের আয়োজনে ইফতার ও দোয়া



ঢাকা উত্তর প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ শে মার্চ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রোপার্টিজ অ্যান্ড ডেভলপমেন্ট জেনারেশন। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর ৭নং সেক্টরের এক রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হলরুমে এ আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কামাল হোসেন, প্রতিষ্ঠানটির প্রজেক্ট ডিরেক্টর, ফাতিমা আক্তার, এডমিন ডিরেক্টর, তৌহিদুল হোসেনসহ কোম্পানির অন্যান্য সদস্যরা। 

এসময় কামাল হোসেন বলেন, বীর শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতার জন্যে আপনারা সকলে দোয়া করবেন।

পরে বীর শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন