Daily News BD Online

বরিশালের বানারীপাড়ায় জঁমকালো আয়োজনে স্বাধীননতা দিবস পালিত

 



সাব্বির হোসেন, বানারীপাড়া (বরিশাল) :

 বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের অধীনে বর্নিল আয়োজনে পালিত হয় ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। সোমবার ২৬শে মার্চ সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুলের মাঠ প্রাঙ্গণে মহাসমারোহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড্য. মাওলাদ হোসেন সানা,পৌরসভার মেয়র এড্য. সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার,অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টুলাল কুন্ড,বানারীপাড়া প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি রাহাত সুমনসহ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতাকর্মীরা,বীর মুক্তিযোদ্ধারা,সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.অন্তরা হালদার স্বাধীনতা দিবসের ক্রোড়পত্র পাঠ করেন।পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব গোলাম ফারুক স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করেন। উক্ত আয়োজনে সশস্ত্রর বাহিনী কুচকাওয়াজসহ পুলিশ,ফায়ার ও সিভিল ডিফেন্স,আনসার,রোভার স্কাউটস,গার্ল গাইটস,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোড মার্চ অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলে। এদিকে প্রতি বছরের ন্যায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারকসহ ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন রূপে বরণ করে উপজেলা প্রশাসন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন