Daily News BD Online

কুমিল্লায় বজ্রপাতে কৃষক সহ ৪ জনের মৃত্যুসৌরভ মাহমুদ হারুন 

কুমিল্লার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনার বিষয়টি সাংবাদিকদের তথ্য সুত্রে নিশ্চিত করে জানান,দীর্ঘদিন অতি তীব্র তাপদাহের ২ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রচন্ড বাতাস সহ বৃষ্টিপাত হয়।পৃথক সময়ে জেলার বুড়িচং, চান্দিনা,সদর দক্ষিণ ও দেবিদ্বারে এ চারজনের মৃত্যু হয়।
বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন,বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ (বর্তমান পাঁচোড়া) গ্রামের কুদ্দুছ মিয়ার ৪র্থ ছেলে আলম হোসেন(২০),চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭),
সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম ( ৫০) এবং কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮)।
সংশ্লিষ্ট থানার ওসি ও স্থানীয় সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বজ্রপাতে আলম হোসেনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাকৃতিক বিপর্যস্ত রক্ষা পেতে হলে গাছ কাটা বন্ধ করতে হবে এবং আমরা সকলে মিলে বেশি করে গাছ লাগতে হবে। এমন বৃষ্টিপাতের সময়ে সকলকে সচেতন থাকার জন্য বলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন