Daily News BD Online

দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

 


স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ৮নং সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর ইউনিয়নে উপকারভোগী ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে ঈদুল আজহার উপলক্ষে সরকার ৪৪ মেট্রিকটন, ৫১ শত পরিবারের মাঝে। সেখান থেকে ৮ শত স্লিপ বিক্রি করে বলে জানান ওই ইউনিয়নের সচিব ফরিদ খান। এবিষয়ে ১ নং ওয়ার্ডের মনিরুল ইসলাম মুক্তা মেম্বার বলেন ৪ শত স্লিপ বিক্রি করা হয়েছে চাল কেয়ারিং খরচ বাবদ। বাদবাকি স্লিপ বিক্রি ব্যাপারে চেয়ারম্যান সাইদুজ্জামান খান জানেন, এবিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি মনিরুল ইসলাম মুক্তা মেম্বারের সাথে যোগাযোগ করতে বলে। মুক্তা মেম্বারের সাথে মুঠোফোনে কথা বললে নিউজ করার নিষেধ করেন। এব্যাপারে টেক অফিসার আরিকু উজ্জামানের সাথে কথা বললে তিনি জানান আমি কিছু জানিনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান আমি অনিয়ম পছন্দ করি না অন্যায়কে প্রশ্রয় দেয়ই না আপনারা পারলে নিউজ করেন।

আজ বুধবার ১২ জুন চাল দেওয়ার সময় চালের ওজন মাপার জন্য কোনো ডিজিটাল স্কেল দেখা যায়নি। ডিজিটাল স্কেল ছাড়াই বালতিতে মেপে মনগড়াভাবে চাল বিতরণ করা হচ্ছে। ভিজিএফ চাল পাওয়া একাধিক উপকারভোগী তাদের চাল ডিজিটাল স্কেলে মেপে দেখেন, জনপ্রতি ১০ কেজি চাল না দিয়ে, গড়ে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন