শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার বিকালে বিএনপির সমাবেশে জনতার ঢল নেমেছে । উপজেলার খাদ্য ব্যবসায়ীদের প্রাঙ্গনের মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শাহাজাহান আকন্দর সভাপতিত্বে যুঘ¥ আহবায়ক আ: মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল । এ সময় বিগত ১৬ বছরে নেতাকর্মীদের জেল, জুলুম, অত্যাচার তুলে ধরে ৫ই আগষ্টের দেশ ২য় স্বাধীনতা অর্জনর শুভেচ্ছা দিয়ে আরো বক্তব্য রাখেন, আ: হান্নান, আব্দুল মান্নান হিরা, রুকনুজ্জামান, ছামিউল হক সাদা, শামিম আহাম্মেদ, রেফাজ উদ্দিন, ইদ্রিস আলী হিরু, শহিদুল ইসলাম, বিপ্লব ও রুবেল মিয়া সহ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা । এ সময় প্রধান অতিথি আন্দোলনে শহীদ হওয়া বীরদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এশমিনিট নিরবতা পালন করেন । স্বৈরাচারী শেখ হাসিনার সমালোচনা করে দলীয় নেতাকর্মীদের ধর্যৈর সাথে মোকাবেলা করে জনতার পাশে থাকার আহব্বান রাখেন । তিনি আরো বলেন শহীদদের ও নির্যাতিত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সুখি সমৃদ্ধ দেশ ও সমাজ গড়ার অঙ্গিকার করেন ।
গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
Tags
শেরপুর