ফরহাদ খান, নড়াইল
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত শহরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল সহকারে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগদান করেন।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন-সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সহসভাপতি আসাদুজ্জামান জামান, সহসভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, সহসভাপতি অশোক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্মসম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, বিএনপি নেতা তবিবর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ তাকিউর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আজিজুল ইসলাম বাবু, নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব রেজাউল খবির রেজা, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ^াস, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল ইসলাম তনুসহ অনেকে।
Tags
নড়াইল