শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৮ নং খরিয়া কাজির চর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে ও শ্রীবরদী সাব রেজিস্ট্রার কার্যালয়ের ০১/০১/২০১৮ ইং তারিখে ০৬ নং ভূয়া স্মারক ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্যানেল সৃজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের পায়তারার অভিযোগে শেরপুর পৌরসভার কাজি জুবায়ের ও আলামিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা যায় শ্রীবরদী উপজেলার ৮ নং খরিয়া কাজির চর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল ওয়াহাব ০১/১১/২০১৭ তারিখে অবসর গ্রহন করিলে উক্ত পদটি শুন হয়। উক্ত শূণ্য পদে নিয়োগ পাওয়ার জন্য আব্দুল ওয়াহাব এর ছেলে মোঃ শাহিনুল বারী, শেরপুর পৌরসভার কাজি জুবায়ের, আলামিন, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের টিসি সহকারী আবু বক্কর ও মাসুম বিল্লাহর সহযোগিতায় শ্রীবরদী উপজেলার ৮ নং খরিয়া কাজির চর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে ও শ্রীবরদী সাব রেজিস্ট্রার কার্যালয়ের ০১/০১/২০১৮ তারিখে ০৬ নং ভূয়া স্মারক ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্যানেল প্রস্তুত করে উক্ত সৃজনকৃত প্যানেলটি আসল হিসাবে ব্যবহার করে নিয়োগ পাওয়ার চেষ্টায় লিপ্ত থাকায় ৮ নং খরিয়া কাজির চর ইউনিয়নের অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার মোঃ মামুনুর রশীদ বাদী হয়ে শেরপুরের শ্রীবরদী সিআর আমলী আদালতে ৩০৪/২০২৪ নং মামলা দায়ের করেছে। মাননীয় আদালত শুনানি শেষে মামলাটি পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। সূতে জানা যায় জুবায়ের ও আলামিন কাজির চক্রটি দীর্ঘদিন যাবত শেরপুর ০৩ আসনের এমপি শহিদুল্লাহ ও শেরপুর সদর আসনের এমপি ছানোয়ার হোসেন ছানুর আত্নীয় পরিচয়ে জেলা রেজিস্ট্রার অফিস ও জেলার সাব রেজিস্ট্রার অফিস সমুহের কাগজ পত্র জাল জালিয়াতি সহ বিভিন্ন তদবির বানিজ্য করে আসছিলো। শেরপুর পৌরসভার কাজি জুবায়ের ও আল আমিনের জালিয়াতির আরো খবর পরতে পরবর্তী সংখার জন্য যোগাযোগ করুন।
Tags
শেরপুর