বুড়িচং প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও ২ শতাধিক বিভিন্ন জাতের ফলজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
গ্রামে বিচার না পেয়ে ভোক্তভোগি প্রবাসী মোঃ মনির হোসেন তার পরিবার ১৮ আগষ্ট, রোববার বিকলে সাংবাদিকদের জানান।
তিনি জানান,গত ১৪ আগষ্ট, বুধবার বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে গোবিন্দপুর গ্রামের একই বাড়ির আব্দুল ওয়াদুদ এর ছেলে মোঃ শহীদুল ইসলাম শাহীনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল প্রবাসী মোঃ মনির হোসেনের বাড়ি-ঘর ভাঙচুর করে এবং তার স্ত্রীর রোজিনা আক্তারের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান,আমার ভাই শহীদুল ইসলাম শাহীনের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী শাহপরাণ সহ ৫-৬ জনের একটি দল এ ঘটনাটি ঘটায়। ওই ঘটনার আগে প্রবাসীর মনির হোসেনের ৮ শতক জমিতে রোপণ করা ফলজ বাগানের পেপে,কলা,লেবু সহ বিভিন্ন প্রজাতের প্রায় ২ শতাধিক গাছ কর্তন করার পরেও প্রবাসীর পরিবারকে হুমকি-ধমকি দিয়ে বাড়িতে হামলা চালায়। এঘটনায় এলাকায় বিচার না পেয়ে কুমিল্লা আদালতে একটি মামলার প্রস্তুতির নিচ্ছে ভোক্তভোগি পরিবার।