Daily News BD Online

বিজয়নগরে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

 




মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৩ লাখ সত্তর হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের (Top-1) ডিসপ্লে, ভারতীয় Emami 7oils hair oil এবং ভারতীয় Keo karpin hair oil জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)'র সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চান্দুরা বাইপাস এলাকা হতে এসব চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। 

ভারতীয় চোরাচালানী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে 
ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চান্দুরা বাইপাস এলাকা হতে ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের (TOP-1) ডিসপ্লে ১,০১২ পিস, ভারতীয় Emami 7oils hair oil এবং ভারতীয় Keo karpin hair oil জব্দ করে। যার সিজার মূল্য ৪৩,৭০,০০০/- (তেতাল্লিশ লাখ সত্তর হাজার) টাকা। পরে আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন