এস এম রাসেলঃ- ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন মোসু বলেছেন, "বর্তমান সময়ে সুযোগ সন্ধানী নব্য বিএনপি দলে প্রবেশ করে নানা প্রোপাকাণ্ড ছড়াচ্ছে, অপকর্ম করছে এবং দলের ভাবমূর্তি নষ্টের নতুন পাঁয়তারা করছে। এরা জাতীয় শত্রু, এদেরকে চিহ্নিত করতে হবে। আর যারা স্বৈরাচার দোসরদের অনুপ্রবেশের সহযোগিতা করছে তাদেরও খোজ নেয়া হচ্ছে ! ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে অনেক নেতাকে মাঠে দেখেনি কর্মী দেখেছি এখন অনেক নেতা গজিয়েছে আসলে এরা কারা ? এদের বিষয়ে খোঁজ নিন ! "সজাগ থাকুন, এরা অনুপ্রবেশ কারি নয়তো !
গতকাল শুক্রবার ২৯ নভেম্বর বিকেল ৫ টায় শাহআলী থানাধীন ৫৪ বক্স নগর চিড়িয়াখানা রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত সকল স্তরের সাধারন জনগনের মধ্য মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নেতা কর্মীদের উদ্দ্যশ্য করে তার বক্তব্য তিনি এ কথা বলেন। তার প্রতিবাদী এমন বক্তব্য শেষ হতে না হতেই দলিয় নেতা কর্মীদের শ্লোগানে শ্লোগানে তখন মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।
মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসময়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, আওয়ামী দোসরদের ষড়যন্ত্র এখন থেমে নেই দলের ভেতর অনুপ্রবেশ করে বড় ধরনের ষড়যন্ত্রের পায়তারা করছে। এরা আওয়ামী দোসর, নব্য বিএনপি তাদেরকে সবাই মিলে রুখে দিতে হবে। ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে হবে ! এরাই চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করে জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে। গত ১৫ বছর যেভাবে আওয়ামী দুঃশাসন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আবার তারাই দলের ভেতরে অনুপ্রবেশ করে বিএনপিকে ধংসের পাঁয়তারার ছক আকছে। তাই ঢাকা মহানগর উত্তর যুবদল এসকল স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে জনগণের পাশে আছে থাকবে।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করছেন (শ্রমিক ইউনিয়ন লেডার) সেকেন্দার আলী। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করনে ( শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ) আব্দুল মান্নান।মতবিনিময় ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ( ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক সহ-সভাপতি ) মোশারফ হোসেন মসু।
মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির দায়িত্বশীল এই নেতা আরও বলেন, সারাদেশে মুষ্টিমেয় কিছু সার্থলোভী নেতাকর্মীর নেতিবাচক কাজের দায় দলের সবাইকে নিতে হচ্ছে। আবার বিএনপির নাম ভাঙিয়ে ‘তৃতীয় পক্ষ’ অবৈধ সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে। নানা কায়দায় যারা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নিয়েছেন এখনো তারাই চাঁদাবাজি ও দখলদারিতে জড়াচ্ছেন। বিএনপির যারা প্রকৃত নেতাকর্মী, তারা কোনো দখল-চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়। বরং কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই তাৎক্ষণিক দল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের ভেতর যেনো কোন ধরনের অনুপ্রবেশকারী স্বৈরাচার না থাকতে পাড়ে সেদিকেও সবাইকে সজাগ থাকার আহব্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহ্আলী থানা যুবদলের সাবেক সভাপতি আকবর হোসোন ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহীর, শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন- আহবায়ক রুহুল আমিন রাজা ( রুনু ), মিরপুর থানা
যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক জোবায়ের হোসেন রাসেল, শাহআলী থানা বিএনপির ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দসহ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে দারুসালাম, শাহ আলী, মিরপুর থানা যুবদলের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় তিন শতাধীক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বিএনপির অঙ্গ সংগঠনের সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সংক্ষিপ্ত আলচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠান শেষে সবার মাঝে খাবার বিতরন করেন উক্ত অনুষ্ঠানের আয়োজকরা।