Daily News BD Online

নেত্রকোনায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

 


মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়।

শুক্রবার বিকেলে নেত্রকোনা পাবলিক হল মিনায়তনে জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠকদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা সংগঠক ফাহিম খান পাঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অলিক ম্রি, সাবেক আইজিপির উপদেষ্টা কৃষিবিদ তৌফিকুর রহমান, এডভোকেট মোজাম্মেল ফকির, আদিবাসী নেতা সুরঞ্জন হাজংসহ সুশীল নাগরিকগণ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে ও সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন