Daily News BD Online

সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে রিজভী, নেপথ্যে যে কারণ

 


নাটোরের বড়াইগ্রামে বিএনপি কর্মীদের দ্বারা নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডল (২৫) এর বাড়ি পরিদর্শন ও তাদের স্বজনদের সান্ত্বনা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে বড়াইগ্রামে কালিকাপুরে উজ্জ্বলের বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এরপর তিনি নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, ফ্যাসিবাদ চরিত্রের আর যাতে পুনরাবৃত্তি না ঘটে। তার জন্য দল ব্যবস্থা নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমি বড়াইগ্রামে এসেছি এই পরিবারের সঙ্গে দেখা করতে। আমি পুলিশকে বলেছি যারা এই আওয়ামী লীগ কর্মী উজ্জ্বলকে নির্যাতন করেছে তারা কোনোভাবেই যেন পার পেয়ে না যায়।

প্রসঙ্গত, নাটোরে উজ্জ্বল কুমার মণ্ডল (২৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে পরিবারের সামনে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার বিশ্বনাথ মণ্ডলের ছেলে।

ওই সময় পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর থেকে উজ্জ্বল আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য উজ্জ্বল বুধবার দুপুরে বাড়িতে আসেন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা তার ওপর হামলা করেন। অভিযোগ আছে, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ বেশ কয়েকজন উজ্জ্বল কুমারের ওপর এই হামলা চালায়। এরপর বিএনপি নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে আদালতে পাঠালে আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয় কিছু মানুষ উজ্জ্বলকে আটক করে রেখেছিল, আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার পর আদালতে পাঠানো হলে আদালত জামিন দেয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন