ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া সালদানদী বিওপির সুবেদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথকভাবে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ ডিসেম্বর সালদানদী বিপওি পৃথক দুটি অভিযান চালিয়ে রুবেল মিয়া ও ফাতেমা বেগম নামে দুই মাদক কারবারিকে ২০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিজিবির সালদানদী বিপওির সুবেদার মিজানুর রহমান ১০ ডিসেম্বর শশীদল ইউনিয়নের গঙ্গানগর পূর্ব পাড়া গ্রাম থেকে আলফু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫) এর বসত ঘর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এবং তাকে গ্রেপ্তার করে। অপরদিকে ১১ ডিসেম্বর সকালে গঙ্গানগর রেল লাইনের পাশ থেকে গাজীপুর জেলার দক্ষিন খালপুর এলাকার নজুমদ্দিন এর মেয়ে ফাতেমা আক্তার (৪৪) কে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় সালদানদী বিওপির বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করে।