হাওরাঞ্চল প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে জারইতলা ইউনিয়ন কামালপুর K.P.L প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর)২০২৪ বিকাল ৩ টার দিকে কামালপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ’ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন
কামালপুর ক্যাপিটাল্স একাদশ - বনাম
কামালপুর ন্যাশনাল্স একাদশ।
ফাইনাল খেলায় কামালপুর ন্যাশনাল্স
একাদশকে হারিয়ে কামালপুর ক্যাপিটাল্স
একাদশ -ক্রিকেট লীগ K.P.L -২০২৪ টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা লাভ করে।
উক্ত খেলায় সভাপতিত্বে করেন মোঃ আব্দুল হাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ্ মোঃ জাকির হোসেন।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতা করেন
বাজিতপুর কোর্টের এ্যাডভোকেট মোঃ আতিক হাসান, জুনিয়র অডিটর মোঃ ইকবাল হোসেন।
খেলার পরিচালনা কমিটি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম,তানজিল হাসান,মোহাম্মদ আলী,রুবেল মিয়া,মোঃ লিটন,মোঃ ফরিদ,আনিছ মিয়া,দেলোয়ার হোসেন,খাইরুল ইসলাম,জমসেদ,মোঃ রুকন,হাইকুল ইসলাম,পারভেজ মিয়া,
মোস্তাক আহম্মেদ,আসু মিয়া,রাজন সালেহ,
মতিউর রহমান,আফজাল,মোঃ সুজন,মোঃ রুবেল।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ” খেলাধুলা কিশোর তরুনদের শরীর স্বাস্থ্য গঠনে সহায়ক ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা মাদক ও ইভ টিজিং সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড থেকে বিরত রাখে”।