Daily News BD Online

আশুগঞ্জে অটোরিকশার জন্য গ্যারেজ মালিককে হত্যা




এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশার জন্য গ্যারেজ মালিক বিল্লালকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া (৬০) উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা মাধুরপাড়ার আব্দুল জব্বার মিয়ার ছেলে। নিহতের বড় ভাই রহমত উল্লাহ, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের ব্যবসা করতো। রোববার বিকেলে বিল্লাল বাড়ি থেকে বের হয়। সন্ধ্যের দিকে গ্যারেজ থেকে একটি অটোরিকশা নিয়ে বের হয়, এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। রাত ১২ পর্যন্ত অনেকেই তাকে বিভিন্ন স্থানে দেখলেও সে বাড়ি ফিরে আসেনি। সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকদের জানায় খবর পেয়ে তৎক্ষণাতই ঘটনাস্থলে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পীঠে ছুরিকাঘাত এবং গলায় ফাঁস প্যাঁচিয়ে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।



আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুড়িকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।' 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন