মোঃমাইনুল সিকদারঃ আজকে যারা শিশু আগামীতে তারাই সুন্দর ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়বে এবং বাংলাদেশ সহ বিশ্বকে তারাই বদলে দিবে। "এসো দেশ বদলায় পৃথিবী বদলায়" এই স্লোগানকে সামনে রেখে উপজেলার লতিফপুরে অবস্থিত লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ২০২৪ এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও ২০২৫ এর তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ।তিনি তার বক্তব্যে আরও বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখতে হবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের মায়েদের শিক্ষার্থীদের প্রতি আরো বেশি যত্নবান ও সচেতন হতে হবে। লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেমের সঞ্চালনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, জাহাঙ্গীর আলম, উম্মে কুলসুম পুষ্প, প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা খানম, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমূখ। ফলাফল প্রদান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tags
গাজীপুর