Daily News BD Online

মুরাদনগরে কৃষি জমি থেকে ড্রেজার উচ্ছেদ কৃষকের মনে স্বস্তি

 




হাফেজ নজরুল কুমিল্লা :

কুমিল্লার মুরাদনগরে ভূমি খেকু রাকিবুল হাসান নয়নের ড্রেজার গর্তে অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। সোমবার বিকালে যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিম বিলে, ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খাঁন। 
ভূমি খেঁকু রাকিবুল হাসান নয়নের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানে এলাকার কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বেশ কয়েকজন কৃষক বলেন, নয়নের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, সে প্রভাব খাটিয়ে অনেকের জমি ড্রেজার দিয়ে ভেঙ্গে ফেলেছে। অনেক কৃষককে অল্প কিছু টাকা দিয়ে দলিল না নিয়েই জমি দখল করে নিয়েছে। 
তাঁরা আরো বলেন, নয়নের বিরুদ্ধে কৃষকদের আদালতে মামলা রয়েছে, তার পরেও সে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে দলের অসাধু নেতাদের সঙ্গে নিয়ে অবৈধ ড্রেজার দিয়ে বছরের পর বছর ধরে কৃষকের ক্ষতি করে আসছে। প্রশাসন অনেকবার নয়নের ড্রেজার অপসারণ করেছে, সপ্তাহ খানেক না যাইতেই আবার চালু করে ফেলে। আশাকরি এবার স্থায়ী ভাবে এই ভূমি খেঁকু নয়নের হাত থেকে আমরা  রেহাই পাবো। 
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন, ভবানীপুর পশ্চিম বিলে ড্রেজারর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল এবং ড্রেজারের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। কৃষি জমি রক্ষায় আমার এ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন