মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের নিকলীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমৃলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ২০২৪ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে প্রস্তুতিমৃলক সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ,উপজেলা প্রকৌশলী অফিসার শামসুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, ইউডিএফ দুর্গারানী সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ চান্দালী মেম্বার সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করতে সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও মোনাজাত। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।এছাড়াও প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা ও উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস ও বিজয় মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।
Tags
কিশোরগঞ্জ