আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাই বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এর আয়োজন করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বারাই একতা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, পরে পুরস্কার বিতরণ ও মনোরোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তাকিম রহমান ডালিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল।
এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার মানুষের অধিকার হরণ করেছে, আমরা অসহায় নিপীড়িত মানুষদের অধিকার ফিরিয়ে দিতে চাই। অসহায় ও নিপীড়িত মানুষদের পাশে থেকে সবসময় সেবা করতে চাই।
Tags
দিনাজপুর