Daily News BD Online

পার্বতীপুর-সান্তাহার ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের দূর্ভোগ




 দিনাজপুর জেলা প্রতিনিধি 

রেলওয়ে রানিং স্টাফদের মাইলেস ভাতা বৃদ্ধিসহ ৮ ঘন্টা ডিউটির দাবিতে কর্মবিরতি পালন করায় আজ মঙ্গলবার সকাল থেকে হিলি- সান্তাহার, হিলি- পার্বতীপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন ট্রেন ধরতে আসা যাত্রীরা।

যাত্রীরা বলছেন, আজ ট্রেন বন্ধ থাকার বিষয়টি তারা জানেন না। হিলি রেলস্টেশনে ট্রেন ধরতে এসে ট্রেন বন্ধ থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে। কেউ বিকল্প ব্যবস্থা করে গন্তব্য যাচ্ছে

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার বিশ্বনাথ কয়াল জানান, রেলওয়ের রার্নিং স্টাফরা মাইলেস ভাতা বৃদ্ধিসহ ৮ ঘন্টা ডিউটির দাবিতে কর্মবিরতি পালন করায় আজ থেকে অর্নিদ্রিষ্ট কালের জন্য সান্তাহার-পাতর্বীপুর রুটসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন