Daily News BD Online

বোচাগঞ্জে মাদকের রমরমা ব্যবসা, প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা



খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর :

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা এবং এর সঙ্গে জড়িত অপরাধ কার্যক্রম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে ফার্মেসি, গলিতে নেশাজাতীয় ট্যাবলেট, গাঁজা, চুয়ানি, চরস, হিরোইন, ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। মাদক ব্যবসার পাশাপাশি দেহ ব্যবসার মতো অনৈতিক কার্যক্রমও চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

যদিও মাঝেমধ্যে কিছু চুনোপুঁটি ধরা পড়ে, তবে মূল মাদক ব্যবসায়ীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এতে ফ্রি স্টাইলে মাদক বেচাকেনার হার ক্রমাগত বেড়েই চলেছে।

তবে প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মারুফ হোসেন, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম কুমার মদন ও একাধিক এসআইসহ অন্যান্য পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালনের প্রতিজ্ঞা করেছেন। তারা এলাকাকে মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান চালানোর উদ্যোগ নিয়েছেন।

এছাড়া তারা চুরি, ছিনতাই, ডাকাতি, কালোবাজারি এবং দুর্নীতির মতো অপরাধ দূর করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। প্রশাসনের এ ধরনের উদ্যোগে অভিভাবক ও ভুক্তভোগী সাধারণ মানুষ স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় জনগণ দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন