দিনাজপুর জেলা প্রতিনিধি
নিহত দেলোয়ার হোসেন বীরগঞ্জ উপজেলার কুমোরপুর এলাকার বাসিন্দা এবং দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় আদর্শ লাইব্রেরির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের ছোট ভাই। তিনি লাইব্রেরি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা চারদিক। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আমাদের থানা থেকে অফিসাররা গিয়ে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করেছে। তবে লাশ উদ্ধার থেকে আইনগত সমস্ত কার্যক্রম হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
Tags
দিনাজপুর