Daily News BD Online

নিকলীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ঋণ বিতরণ



মোঃ হাবিব মিয়া,হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার"এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২ জানুয়ারী ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সৌরভ ।
অনুষ্ঠানের স্বাগতীয় বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির।
এ সময়ে উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,
উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল হক রাকিব,উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমেন্ডার মোজাম্মেল হক আবির, উপজেলা সাবেক কমেন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী, ইউ ডি এফ দুর্গা রাণী সাহা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির বলেন দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লক্ষে  জনহিত করার কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা কাজ করে যাচ্ছে। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়, নিকলী, কিশোরগঞ্জ হতে পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র ক্ষুদ্রঋণ খাতে ১৮টি প্রকল্প গ্রামের সর্বমোট ৯৯ জন উপকারভোগীর মাঝে সর্বমোট = ৩১,৪০,০০০/- (একত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়াও নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ০৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় সর্বমোট = ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন