গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে ইংরেজী নববর্ষ ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাসের দায়িত্ব গ্রহন উপলক্ষে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি গুনি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১ জানুয়ারী) বেলা ১১টায় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হলরুমে এ গুনি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে সকল গুনি ব্যাক্তিদের নিয়ে গাছের চারা রোপন করেন বৃক্ষপ্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস।
এতে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুকদেব মন্ডল, সাবেক শিক্ষক নির্মলেন্দু কীর্তনীয়া, গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, বীর মুক্তিযোদ্ধা কালিপদ গাইন, হাই সংলগ্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিলাশ চন্দ্র বাড়ৈ, সহকারী শিক্ষক অনুপম বিশ্বাস’সহ অনেকে বক্তব্য রাখেন।
সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ দাসের সঞ্চলনায় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক হলো শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জল নক্ষত্র। তার আলোয় আলোকিত হয় পুরো শিক্ষা পরিবার। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের মধ্যে সকল গুনাগুন রযেছে। আশা করি তিনি তার গুনাবলি দিয়ে স্কুলের শিক্ষার মান উন্নয়ন করবে।
এসময় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, স্টাফ ও এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Tags
গোপালগঞ্জ