মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি
কথায় আছে মাঘের শীতে বাঘেও কাঁপে। আর অসহায় মানুষগুলো এই শীতে কেমনে দিন কাটাচ্ছে তা সবারই জানা। কিন্তু বিষয়টি সবার মনে নাড়া না দিলেও এমবিএম স্যানিটারির সত্বাধীকারী মো বাচ্চু মিয়ার মনে বিষয়টি ব্যাপক ভাবে নাড়া দেয়। তারি এই ধারাবাহিকতা
কিশোরগঞ্জে নিকলী উপজেলায় জারইতলা
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ব্র্যাক ইউপিজি কর্মসূচি
সার্বিক সহযোগিতায় ২০২৪ কোর্হট নিকলী শাখায় ১০০ জন অতিদরিদ্র সদস্যদের মাঝে শীত বস্ত্র(শীতের চাদর) বিতরণ,২ টি ল্যাট্রিনের স্লাব এবং স্কুলগামী ছেলে মেয়েদের খেলার আয়োজন করেন এবং পুরস্কার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,বিশিষ্ট সমাজসেবক এমবিএম স্যানিটারি স্বাধীকারি মো:বাচ্চু মিয়া,ব্যবস্হাপক-ইউপিজি মো:মাহবুবুর রহমান, নিকলী ব্র্যাক অফিসের কর্মকর্তা রুবেল মাহমুদ এবং নিকলী শাখা ইউপিজি টিম ,রোদার পুডডা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি সহ সদস্য বৃন্দ,
এ সময়ে বাচ্চু মিয়া বলেন, আমি আমার ব্যবসায়ের লাভের ১০% অসহায় মানুষের সহযোগিতাই দিয়ে থাকি আর ব্র্যাক যেহেতু অসহায় মানুষকে নিয়ে কাজ করছে এবং গ্রাম সামাজিক শক্তি কমিটি আমার সাথে যোগাযোগ করতেছে তাই আমার এই সহোযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির বলেন, গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে এত সুন্দর আয়োজন অনেক প্রশংসনীয়। এসময় তিনি প্রতিশ্রুতি দেন প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা পাওয়ার উপযোগী সদস্য দের ভাতা নিশ্চিত করবেন আরও বলেন আমাদের দারিদ্রতা থেকে বের হতে হলে লক্ষ্য ও প্রচেষ্টা ঠিক রাখতে হবে এবং সমাজে সুসম বন্টনের মাধ্যমে সকলে যেন উন্নয়নের সুফল পায় সে দিকেই সকলকে খেয়াল রাখতে হবে। এছাড়াও তিনি সরকারি বিভিন্ন সেবা নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করেন।পরিশেষে তিনি ব্র্যাকের ইউপিজি কার্যক্রমের ভৃয়সি প্রশংসা করেন ।