এক ডটিনের ঝড়েই উড়ে গেল বাংলাদেশ

 


মাস তিনেক আগে বিশ্বকাপে ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ নারী দলকে সেই স্মৃতিই যেন আজ আবার মনে করিয়ে দিলো ক্যারিবিয়ান নারীরা। কদিন আগেই তাদের কাছে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। হারের সেই বৃত্ত আজও ভাঙা হয়নি বাংলাদেশের মেয়েদের। 

 

এই ম্যাচেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পেয়েছেন ফিফটির দেখা। ৪১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শারমিন আক্তার। তৃতীয় উইকেটে ৬২ বলে দুজন যোগ করেন ৮২ রান। শেষ পর্যন্ত ১৪০ এর মার্ক পেরিয়ে যায় বাংলাদেশ।

 

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৮.৩ ওভারে  ক্যারিবীয়দের ৬৩ রান এনে দেন কিয়ানা জোসেফ (২১ বলে ২৯) ও অধিনায়ক হেইল ম্যাথুস (৫৪ বলে অপরাজিত ৬০)। লেগ স্পিনার ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা ও শেমাইনে ক্যাম্পবেলকে ফিরিয়েছিলেন। 

কিন্তু ডিয়ান্ড্রা ডটিন এরপরেই চড়াও হয়েছেন টাইগ্রেস বোলারদের ওপর। ২২ বলেই ৭ ছক্কায় ৫১ রান করে দলকে ১৭তম ওভারেই জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ২১ বলে ফিফটি ছুঁয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ডটিন। আর তাতে ভর করেই জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। 
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন