সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ



সাতক্ষীরা প্রতিনিধি ঃ সারা দেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা আওয়ামীলীগ পরিবারের ব্যানারে দিবা নৈশ কলেজ মোড় থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে সুলতানপুর বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সদস্য অহিদ পারভেজের নেতৃত্বে বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশিক রেজা অপু, মিলন রায়, মাহমুদুল আলম বিবিসি, আসাদুজ্জামান রনিসহ অন্যান্যরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, একটা লিফলেট বিতরণের কথা শুনেছি। বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি।##
আব্দুল জলিল

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন