সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫



 সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।


রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—প্রাইভেটকারচালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। একজনের নাম জানা সম্ভব হয়নি। নিহতদের বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম)। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে সিলেট আসছিলেন একই পরিবারের তিনজন। রোববার সকালে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও পরবর্তীতে আরও দুইজন হাসপাতালে মারা যান। 


শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও আমার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলম বাদশা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালকসহ চারজন মারা গেছেন। সম্ভবত তারা সিলেট ঘুরতে এসেছিলেন। নিহতদের মরদেহ সুরতাহাল করা হয়েছে। বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন