আবারও বাড়ছে শীত

 


টানা কয়েকদিন শীতের তীব্রতা কমলেও আবারো কমতে শুরু করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। একদিনের ব্যবসাধে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে৷ 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 

এর আগে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এক দিনের ব্যবধানে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে। 

 

আবারও কয়েকদিন শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন