মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ :
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খন্দকার জাহেদুল নামে (২৩) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।নিহত খন্দকার জাহেদুল নিকলী উপজেলা সদর ইউনিয়ন ষাইটধার গ্রামের মোঃ ইসাক মিয়ার বড় ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার জাহেদুল নিকলী জি.সি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পাস করার পর জীবিকার তাগিদে চলতি বছরের নভেম্বর মাসে তিনি সৌদি আরব যান। সেখানে
একটি ফ্যাক্টরিতে কাজ করতো তিনি। সে দীর্ঘ ৫ বছর পর ছুটি নিয়ে দেশে আসে দেশে আসার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
আবার ৩ মাস পরে জীবিকার তাগিদে সৌদি আরব যান গত ১৪ই জানুয়ারি কর্মস্থল থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তিনি।
গত শনিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় দিকে সৌদি আরব থেকে তার মর দেহ দেশে নিয়ে আসে রাত ১০টার দিকে জানাজার শেষে দাফন করা হয়। এমন মৃত্যুর খবর শুনে শত-শত মানুষ তার বাড়িতে ভিড় করেন। ছেলের মর্মান্তিক মৃত্যুর খবরে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। জাহিদুলের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।
Tags
কিশোরগঞ্জ