কিশোরগঞ্জ প্রতিনিধি :
ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়।
অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।
যেসব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।
আলহামদুলিল্লাহ
সেসব ষড়যন্ত্র, নুংরামি ও তরুণ প্রজন্মের চরম ভুল সিদ্বান্ত, মাদকে আসক্ত হওয়া থেকে বিরত রাখতে আজকে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর
" তারুণ্যের পরিকল্পনায় ফেব্রুয়ারি ২০২৫ "
প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদিন বিভিন্ন কার্যক্রম চলমান ছিল । ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে আমাদের একাধিক কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ
যাঁরা মাদকের মত বাজে নেশায় জড়িত, এবং কেও যেন নতুন করে এই নেশায় জড়িত না হয়, সে উদ্দেশ্য তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়, খেলাধুলা ও পড়াশুনায় মনোযোগী হতে উৎসাহ দেওয়া হয় । যাঁরা মাদকে আসক্ত তাদের কে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, মোহরকোনা বাজারে সকল ব্যবসায়ী কে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, তারা যেন ১৯ বছরের নিচে তরুণদের কাছে সিগারেট বিক্রি না করে,এবং ইনশাল্লাহ্ আমাদের মোহরকোনা এলাকা হবে মাদক মুক্ত, সুশৃংখল সমাজ,অন্যায় অবিচার এর বিরুদ্ধে তরুণ সমাজ সব সময় রুখে দাঁড়াবে ইনশাল্লাহ্
আমাদের মোহরকোনা গ্রাম হবে নিকলী থানার সুন্দর দৃষ্টান্তের মডেল ইনশাল্লাহ
সেটার জন্য যা যা প্রয়োজন, মোহরকোনা গ্রামবাসী,প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার এর পরামর্শক্রমে,মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন সব কিছু ব্যাবস্থা গ্রহণ করবেন ইনশাল্লাহ ।
আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল ।
ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে,
আমাদের মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর অনেক গুলো গুরুত্বপুর্ণ কার্যক্রম চলমান থাকবে ফেব্রুয়ারি মাসে, ইনশাল্লাহ্ সব গুলো কার্যক্রম এর আপডেট দেওয়া হবে।
Tags
কিশোরগঞ্জ