শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের কুন্দুরিয়া গ্রামে বড় ভাইদের সাথে সংঘর্ষে ছোট ভাই মো: রেজাউল করিম আহত হয়েছেন।
এলাকাবাসী জানান জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইদের সাথে ছোট ভাইয়ের সংঘর্ষ বাধে হাতাহাতির একপর্যায়ে ছোট ভাই মো: রেজাউল করিম আহত হয়।
গতকাল ০৫/০২/২০২৩ ইং রবিবার বেলা ০৮.০০ টার দিকে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের কুন্দুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতকে গুরুতর অবস্থায় শরীয়তপুর নূর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল মো: রেজাউল করিম (২৫) ও তার বড় ভাইদের মধ্যে । তারা হলেন বড় ভাই আনোয়ার আকন (৪৫) মেজো ভাই দেলোয়ার আকন (মেম্বার) (৪২) সেজো ভাই আক্তার আকন (৩৮) নয়া ভাই নাজমুল আকন (৩৩) ও রিয়াজ আকন (৩০)। আহত মোঃ রেজাউল করিম মৃত মো: লাল মিয়া আকনের ছোট ছেলে ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আহত মো: রেজাউল নূর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Tags
শরীয়তপুর