যশোরে খালুর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. সাদ্দামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) ভোররাতে পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করে।
সাদ্দাম যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার শাহ জামালের ছেলে। ঘটনার শিকার শহিদুল ইসলাম (৫৫) বকচর কবরস্থান পাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বকচর করিম তেল পাম্প এলাকায় শহিদুল ইসলামের চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে রাতভর অভিযান পরিচালনা করে শুক্রবার (৭ মার্চ) ভোররাতে পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করে।
Tags
যশোর